গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশে নিয়োজিত ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের প্রতিনিধি ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর জনাব Jurate Smalskyte Merville এবং প্রোগ্রাম ম্যানেজার (মাইগ্রেশন) জনাব নুরুল কাদের উপস্থিত ছিলেন। ট্যালেন্ট পার্টনারশিপের আওতায় নিরাপদ অভিবাসন নিশ্চিতের লক্ষ্যে দক্ষ মানবসম্পদ রপ্তানির নানা দিক নিয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে গ্রহণযোগ্য সনদায়নের উদ্যোগ গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।