গত ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক এনএসডিএ শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং পরিকল্পনা ও দক্ষতামান উইং এর তত্ত্বাবধানে BRAC হতে প্রাপ্ত চাহিদা ভিত্তিতে ইনফরমাল সেক্টরের অধীন রিটেইল সেলস্ অপারেশন (লেভেল-০৩) শীর্ষক অকুপেশনের একটি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড (সিএস) এবং কোর্স এ্যাক্রিডিটেশন ডকুমেন্ট (সিএডি) ভ্যালিডেশন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বর ২০২৩ মাসে উল্লিখিত অকুপেশনের সিএস ডকুমেন্টটির প্রণয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের প্রেক্ষাপটে রিটেইল সেলস্ অপারেশন শীর্ষক অকুপেশনটি একটি চাহিদাসম্পন্ন অকুপেশন। এ অকুপেশনে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ যুব সমাজদের কর্মসংস্থান সৃষ্টির উল্লেখযোগ্য সুযোগ রয়েছে